[96] সফরের দো'আ
বিভাগ: সফর
উচ্চারণ:
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুক্বরিনীন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনক্বালিবূন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফী সাফারিনা হাযাল বিররা ওয়াত তাক্বওয়া, ওয়া মিনাল 'আমালি মা তারদা, আল্লাহুম্মা হাওওয়িন 'আলাইনা সাফারানা হাযা ওয়াত্বওয়ি 'আন্না বু'দাহু, আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফারি, ওয়াল খালীফাতু ফিল আহলি, আল্লাহুম্মা ইন্নী আ'উযু বিকা মিন ওয়া'সাইস সাফারি, ওয়া কাআবাতিল মানযারি, ওয়া সূইল মুনক্বালাবি ফিল মালি ওয়াল আহলি।
অনুবাদ:
আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। পবিত্র তিনি, যিনি এটাকে আমাদের অধীন করে দিয়েছেন, অথচ আমরা এটাকে অধীন করতে সক্ষম ছিলাম না। আর নিশ্চয় আমরা আমাদের রবের কাছেই প্রত্যাবর্তন করব। হে আল্লাহ! আমরা আমাদের এই সফরে আপনার কাছে সৎকর্ম ও তাকওয়া এবং আপনি যে আমল পছন্দ করেন তা চাই। হে আল্লাহ! আমাদের জন্য এই সফরকে সহজ করুন এবং এর দূরত্বকে কমিয়ে দিন। হে আল্লাহ! আপনিই সফরে সাথী এবং পরিবারের দেখাশোনাকারী। হে আল্লাহ! আমি আপনার কাছে সফরের কষ্ট, মনোকষ্টকর দৃশ্য এবং সম্পদ ও পরিবারে মন্দ অবস্থায় ফিরে আসা থেকে আশ্রয় চাই।
উৎস:
মুসলিম