[97] গ্রাম বা শহরে প্রবেশের দো'আ

বিভাগ: সফর

اللَّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ السَّبْعِ وَمَا أَظْلَلْنَ، وَرَبَّ الْأَرَضِينَ السَّبْعِ وَمَا أَقْلَلْنَ، وَرَبَّ الشَّيَاطِينِ وَمَا أَضْلَلْنَ، وَرَبَّ الرِّيَاحِ وَمَا ذَرَيْنَ، أَسْأَلُكَ خَيْرَ هَذِهِ الْقَرْيَةِ، وَخَيْرَ أَهْلِهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ أَهْلِهَا، وَشَرِّ مَا فِيهَا

উচ্চারণ:

আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাব'ই ওয়া মা আযলালনা, ওয়া রাব্বাল আরাদীনাস সাব'ই ওয়া মা আক্বলালনা, ওয়া রাব্বাশ শায়াতীনি ওয়া মা আদলালনা, ওয়া রাব্বার রিয়াহি ওয়া মা যারাইনা, আসআলুকা খাইরা হাযিহিল ক্বারইয়াতি, ওয়া খাইরা আহলিহা, ওয়া খাইরা মা ফীহা, ওয়া আ'উযু বিকা মিন শাররিহা, ওয়া শাররি আহলিহা, ওয়া শাররি মা ফীহা।

অনুবাদ:

হে আল্লাহ! সাত আসমান ও তাদের ছায়া দানকারী বস্তুসমূহের রব, সাত যমীন ও তাদের বহনকারী বস্তুসমূহের রব, শয়তানদের ও তাদের পথভ্রষ্টকারী বস্তুসমূহের রব এবং বাতাসসমূহ ও তাদের উড়িয়ে নিয়ে যাওয়া বস্তুসমূহের রব! আমি আপনার কাছে এই গ্রামের কল্যাণ, এর অধিবাসীদের কল্যাণ এবং এতে যা আছে তার কল্যাণ চাই। আর আমি আপনার কাছে এর অনিষ্ট, এর অধিবাসীদের অনিষ্ট এবং এতে যা আছে তার অনিষ্ট থেকে আশ্রয় চাই।

উৎস:

নাসাঈ, ইবনে সুন্নী

#গ্রাম#শহর#প্রবেশ