[95] বাহনে আরোহণের দো'আ
বিভাগ: সফর
উচ্চারণ:
বিসমিল্লাহি, ওয়ালহামদু লিল্লাহি, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুক্বরিনীন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনক্বালিবূন, আলহামদু লিল্লাহি, আলহামদু লিল্লাহি, আলহামদু লিল্লাহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী ফাগফির লী, ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনূবা ইল্লা আনতা।
অনুবাদ:
আল্লাহর নামে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। পবিত্র তিনি, যিনি এটাকে আমাদের অধীন করে দিয়েছেন, অথচ আমরা এটাকে অধীন করতে সক্ষম ছিলাম না। আর নিশ্চয় আমরা আমাদের রবের কাছেই প্রত্যাবর্তন করব। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। হে আল্লাহ! আপনি পবিত্র, আমি নিজের উপর যুলুম করেছি, অতএব আমাকে ক্ষমা করুন, কারণ আপনি ছাড়া পাপসমূহ ক্ষমা করার কেউ নেই।
উৎস:
আবু দাউদ, তিরমিযী