[54] মৃত ব্যক্তির জন্য জানাযার সালাতে দো'আ

বিভাগ: অসুস্থতা - মৃত্যু

اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ، وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ وَعَذَابِ النَّارِ

অনুবাদ:

হে আল্লাহ! তাকে ক্ষমা করুন, তার প্রতি দয়া করুন, তাকে নিরাপত্তা দিন, তাকে মাফ করুন, তার আতিথেয়তাকে সম্মানিত করুন, তার প্রবেশস্থানকে প্রশস্ত করুন, তাকে পানি, বরফ ও শিলা দ্বারা ধৌত করুন, তাকে পাপসমূহ থেকে এমনভাবে পরিষ্কার করুন যেমনিভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয়, তাকে তার ঘরের চেয়ে উত্তম ঘর, তার পরিবারের চেয়ে উত্তম পরিবার এবং তার স্ত্রীর চেয়ে উত্তম স্ত্রী দান করুন, তাকে জান্নাতে প্রবেশ করান এবং তাকে কবরের শাস্তি ও জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।

উৎস:

মুসলিম

#মৃত্যু#জানাযা