[55] নাবালক শিশুদের জন্য জানাযার সালাতে দো'আ
বিভাগ: অসুস্থতা - মৃত্যু
اللَّهُمَّ اجْعَلْهُ فَرَطًا وَذُخْرًا لِوَالِدَيْهِ، وَشَفِيعًا مُجَابًا، اللَّهُمَّ ثَقِّلْ بِهِ مَوَازِينَهُمَا، وَأَعْظِمْ بِهِ أُجُورَهُمَا، وَأَلْحِقْهُ بِصَالِحِ الْمُؤْمِنِينَ، وَاجْعَلْهُ فِي كَفَالَةِ إِبْرَاهِيمَ، وَقِهِ بِرَحْمَتِكَ عَذَابَ الْجَحِيمِ
অনুবাদ:
হে আল্লাহ! তাকে তার পিতা-মাতার জন্য অগ্রগামী ও সঞ্চয় বানিয়ে দিন এবং তাকে এমন সুপারিশকারী বানান যার সুপারিশ গ্রহণ করা হবে। হে আল্লাহ! এর মাধ্যমে তাদের (পিতা-মাতার) মীযান ভারী করুন, তাদের প্রতিদান বাড়িয়ে দিন, তাকে সৎ মুমিনদের সাথে মিলিত করুন, তাকে ইবরাহীমের তত্ত্বাবধানে রাখুন এবং আপনার দয়ায় তাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।
উৎস:
বাইহাকী
#মৃত্যু#জানাযা#শিশু