[53] মুত ব্যক্তির চোখ বন্ধ করানোর দো'আ
বিভাগ: অসুস্থতা - মৃত্যু
اللَّهُمَّ اغْفِرْ لِفُلَانٍ (بِاسْمِهِ) وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ، وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِينَ، وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ، وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ، وَنَوِّرْ لَهُ فِيهِ
অনুবাদ:
হে আল্লাহ! অমুককে (নাম উল্লেখ করে) ক্ষমা করুন, হিদায়াতপ্রাপ্তদের মধ্যে তার মর্যাদা উন্নীত করুন, পিছনে থাকা লোকদের মধ্যে তার উত্তরাধিকারী নিযুক্ত করুন, হে বিশ্বজগতের রব! আমাদেরকে ও তাকে ক্ষমা করুন, তার কবরকে প্রশস্ত করুন এবং তাতে তার জন্য আলো দান করুন।
উৎস:
মুসলিম
#মৃত্যু#চোখ বন্ধ