[30] ঘুমন্ত অবস্থায় ভয় এবং একাকিত্বের অস্বস্তিতে পড়ার দো'আ

বিভাগ: ঘুম

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ

উচ্চারণ:

আ'ঊযু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মা-তি মিন গাদ্বাবিহী ওয়া 'ইক্বা-বিহী, ওয়া শাররি 'ইবা-দিহী, ওয়া মিন হামাযা-তিশ শায়া-ত্বীনি ওয়া আইঁ ইয়াহদ্বুরূন।

অনুবাদ:

আমি আল্লাহর পরিপূর্ণ কালিমাসমূহের মাধ্যমে তাঁর ক্রোধ, তাঁর শাস্তি, তাঁর বান্দাদের অনিষ্ট এবং শয়তানদের কুমন্ত্রণা ও তাদের উপস্থিতি থেকে আশ্রয় চাই।

উৎস:

আবু দাউদ, তিরমিযী

#ঘুম#ভয়