[31] খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখে যা করবে

বিভাগ: ঘুম

يَنْفُثُ عَنْ يَسَارِهِ (ثَلَاثًا) وَيَسْتَعِيذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ وَمِنْ شَرِّ مَا رَأَى (ثَلَاثًا) وَلَا يُحَدِّثْ بِهَا أَحَدًا، وَيَتَحَوَّلْ عَنْ جَنْبِهِ الَّذِي كَانَ عَلَيْهِ

উচ্চারণ:

ইয়ানফুসু 'আন ইয়াসা-রিহী (সালা-সান) ওয়া ইয়াসতা'ঈযু বিল্লা-হি মিনাশ শাইত্বা-নি ওয়া মিন শাররি মা- রাআ (সালা-সান) ওয়া লা- ইয়ুহাদ্দিস বিহা- আহাদান, ওয়া ইয়াতাহাওওয়াল 'আন জাম্বিহিল্লাযী কা-না 'আলাইহি।

অনুবাদ:

বাম দিকে তিনবার ফুঁ দিবে, শয়তান থেকে এবং যা দেখেছে তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে তিনবার আশ্রয় চাইবে, কাউকে তা বলবে না এবং যে পার্শ্বে ছিল তা থেকে অন্য পার্শ্বে ফিরে যাবে।

উৎস:

মুসলিম

#ঘুম#স্বপ্ন