[29] রাতে যখন পার্শ্ব পরিবর্তন করে তখন পড়ার দো'আ

বিভাগ: ঘুম

لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ، رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا الْعَزِيزُ الْغَفَّارُ

উচ্চারণ:

লা- ইলা-হা ইল্লাল্লা-হুল ওয়া-হিদুল ক্বাহ্হা-র, রব্বুস্ সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি ওয়া মা- বাইনাহুমাল 'আযীযুল গাফ্‌ফা-র।

অনুবাদ:

আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, তিনি এক, প্রবল প্রতাপশালী, আসমান ও যমীনের এবং এ দুয়ের মধ্যবর্তী সবকিছুর রব, পরাক্রমশালী, ক্ষমাশীল।

উৎস:

হাকিম, সহীহ

#ঘুম#রাত