[210] ক্ষমা এবং রহমত প্রার্থনা [৭:১৫৫-১৫৬]
বিভাগ: কুরআনের দোয়া
أَنتَ وَلِيُّنَا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۖ وَأَنتَ خَيْرُ الْغَافِرِينَ وَاكْتُبْ لَنَا فِي هَٰذِهِ الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ إِنَّا هُدْنَا إِلَيْكَ
উচ্চারণ:
আনতা ওয়ালিয়্যুনা- ফাগফির লানা- ওয়ারহামনা-, ওয়া আনতা খাইরুল গা-ফিরীন। ওয়াকতুব লানা- ফী হা-যিহিদ দুনইয়া- হাসানাতাঁও ওয়া ফিল আ-খিরাতি ইন্না- হুদনা- ইলাইক।
অনুবাদ:
আপনিই আমাদের অভিভাবক, অতএব আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন। আর আপনিই শ্রেষ্ঠ ক্ষমাকারী। আর আমাদের জন্য এই দুনিয়াতে কল্যাণ লিখে দিন এবং আখিরাতেও। নিশ্চয় আমরা আপনার দিকে প্রত্যাবর্তন করেছি।
উৎস:
সূরা আরাফ ৭:১৫৫-১৫৬
#কুরআন#ক্ষমা#রহমত