[211] নৌযানে আরোহণের সময় নূহ (আঃ) এর দো'আ [১১:৪১]
বিভাগ: কুরআনের দোয়া
بِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا ۚ إِنَّ رَبِّي لَغَفُورٌ رَّحِيمٌ
উচ্চারণ:
বিসমিল্লা-হি মাজরা-হা- ওয়া মুরসা-হা-, ইন্না রব্বী লাগাফূরুর রাহীম।
অনুবাদ:
আল্লাহর নামে এর চলা ও থামা। নিশ্চয় আমার রব অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।
উৎস:
সূরা হুদ ১১:৪১
#কুরআন#নৌযান