[209] পিতা-মাতা ও সকল মু'মিন নর-নারীকে ক্ষমা করার জন্য নূহ (আঃ) এর প্রার্থনা [৭১:২৮]

বিভাগ: কুরআনের দোয়া

رَّبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَن دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا تَبَارًا

উচ্চারণ:

রব্বিগফির লী ওয়া লিওয়া-লিদাইয়্যা ওয়া লিমান দাখালা বাইতিয়া মু'মিনাঁও ওয়া লিল মু'মিনীনা ওয়াল মু'মিনা-তি ওয়া লা- তাযিদিয যা-লিমীনা ইল্লা- তাবা-রা-।

অনুবাদ:

হে আমার রব! আমাকে, আমার পিতা-মাতাকে, যে মুমিন হয়ে আমার ঘরে প্রবেশ করেছে তাকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করুন। আর যালিমদের ধ্বংস ছাড়া আর কিছু বাড়াবেন না।

উৎস:

সূরা নূহ ৭১:২৮

#কুরআন#ক্ষমা