[13] মসজিদে প্রবেশের দো'আ
বিভাগ: সালাত
أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ، وَبِوَجْهِهِ الْكَرِيمِ، وَسُلْطَانِهِ الْقَدِيمِ، مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ، بِسْمِ اللَّهِ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ، اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
উচ্চারণ:
আ'ঊযু বিল্লা-হিল 'আযীম, ওয়া বিওয়াজহিহিল কারীম, ওয়া সুলত্বা-নিহিল ক্বদীম, মিনাশ শাইত্বা-নির রজীম, বিসমিল্লা-হি ওয়াস্সলা-তু ওয়াস্সালা-মু 'আলা- রসূলিল্লা-হি, আল্লা-হুম্মাফতাহ লী আবওয়া-বা রহমাতিকা।
অনুবাদ:
আমি মহান আল্লাহর, তাঁর সম্মানিত চেহারার এবং তাঁর চিরন্তন ক্ষমতার আশ্রয় নিচ্ছি বিতাড়িত শয়তান থেকে। আল্লাহর নামে (প্রবেশ করছি), আল্লাহর রাসূলের প্রতি দরূদ ও সালাম। হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন।
উৎস:
আবু দাউদ
#মসজিদ#প্রবেশ