[14] মসজিদ থেকে বের হওয়ার দো'আ

বিভাগ: সালাত

بِسْمِ اللَّهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ، اللَّهُمَّ اعْصِمْنِي مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

উচ্চারণ:

বিসমিল্লা-হি ওয়াস্‌সলা-তু ওয়াস্‌সালা-মু 'আলা- রসূলিল্লা-হি, আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদ্বলিকা, আল্লা-হুম্মা'সিমনী মিনাশ শাইত্বা-নির রজীম।

অনুবাদ:

আল্লাহর নামে, আল্লাহর রাসূলের প্রতি দরূদ ও সালাম। হে আল্লাহ! আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করছি। হে আল্লাহ! আমাকে বিতাড়িত শয়তান থেকে রক্ষা করুন।

উৎস:

আবু দাউদ, ইবনে মাজাহ

#মসজিদ#বের হওয়া