[12] মসজিদে যাওয়ার সময় পড়ার দো'আ

বিভাগ: সালাত

اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا، وَفِي لِسَانِي نُورًا، وَفِي سَمْعِي نُورًا، وَفِي بَصَرِي نُورًا، وَمِنْ فَوْقِي نُورًا، وَمِنْ تَحْتِي نُورًا، وَعَنْ يَمِينِي نُورًا، وَعَنْ شِمَالِي نُورًا، وَمِنْ أَمَامِي نُورًا، وَمِنْ خَلْفِي نُورًا، وَاجْعَلْ فِي نَفْسِي نُورًا، وَأَعْظِمْ لِي نُورًا، وَعَظِّمْ لِي نُورًا، وَاجْعَلْ لِي نُورًا، وَاجْعَلْنِي نُورًا، اللَّهُمَّ أَعْطِنِي نُورًا، وَاجْعَلْ فِي عَصَبِي نُورًا، وَفِي لَحْمِي نُورًا، وَفِي دَمِي نُورًا، وَفِي شَعْرِي نُورًا، وَفِي بَشَرِي نُورًا

উচ্চারণ:

আল্লা-হুম্মাজ'আল ফী ক্বলবী নূরাঁউ, ওয়া ফী লিসা-নী নূরাঁউ, ওয়া ফী সাম'ঈ নূরাঁউ, ওয়া ফী বাছরী নূরাঁউ, ওয়া মিন ফাওক্বী নূরাঁউ, ওয়া মিন তাহতী নূরাঁউ, ওয়া 'আন ইয়ামীনী নূরাঁউ, ওয়া 'আন শিমা-লী নূরাঁউ, ওয়া মিন আমা-মী নূরাঁউ, ওয়া মিন খলফী নূরাঁউ, ওয়াজ'আল ফী নাফসী নূরাঁউ, ওয়া আ'যিম লী নূরাঁউ, ওয়া 'আয্যিম লী নূরাঁউ, ওয়াজ'আল লী নূরাঁউ, ওয়াজ'আলনী নূরাঁউ, আল্লা-হুম্মা আ'তিনী নূরাঁউ, ওয়াজ'আল ফী 'আছবী নূরাঁউ, ওয়া ফী লাহমী নূরাঁউ, ওয়া ফী দামী নূরাঁউ, ওয়া ফী শা'রী নূরাঁউ, ওয়া ফী বাশারী নূরাঁউ।

অনুবাদ:

হে আল্লাহ! আপনি আমার অন্তরে নূর (বা আলো) দান করুন, আমার জিহ্বায় নূর দান করুন, আমার শ্রবণশক্তিতে নূর দান করুন, আমার দৃষ্টিশক্তিতে নূর দান করুন, আমার উপরে নূর দান করুন, আমার নিচে নূর দান করুন, আমার ডানে নূর দান করুন, আমার বামে নূর দান করুন, আমার সামনে নূর দান করুন, আমার পিছনে নূর দান করুন, আমার আত্মায় নূর দান করুন, আমার জন্য নূরকে বিশাল করুন, আমার জন্য নূরকে মহান করুন, আমার জন্য নূর নির্ধারণ করুন, আমাকে নূর বানিয়ে দিন। হে আল্লাহ! আমাকে নূর দান করুন, আমার স্নায়ুতে নূর দান করুন, আমার মাংসে নূর দান করুন, আমার রক্তে নূর দান করুন, আমার চুলে নূর দান করুন, আমার ত্বকে নূর দান করুন।

উৎস:

বুখারী ও মুসলিম

#মসজিদ#নূর