[104] সফরে বা অন্য অবস্থায় কোনো ঘরে নামলে পড়ার দো'আ
বিভাগ: সফর
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
উচ্চারণ:
আ'উযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক্ব।
অনুবাদ:
আমি আল্লাহর পরিপূর্ণ কালিমাসমূহের মাধ্যমে তাঁর সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাই।
উৎস:
মুসলিম
#সফর#ঘর