[103] রাত্রির শেষ প্রহরে মুসাফিরের দো'আ
বিভাগ: সফর
سَمَّعَ سَامِعٌ بِحَمْدِ اللَّهِ، وَحُسْنِ بَلَائِهِ عَلَيْنَا، رَبَّنَا صَاحِبْنَا، وَأَفْضِلْ عَلَيْنَا، عَائِذًا بِاللَّهِ مِنَ النَّارِ
উচ্চারণ:
সাম্মা'আ সামি'উম বিহামদিল্লাহি, ওয়া হুসনি বালাইহি 'আলাইনা, রাব্বানা সাহিবনা, ওয়া আফদিল 'আলাইনা, 'আইযাম বিল্লাহি মিনান নার।
অনুবাদ:
আল্লাহর প্রশংসা এবং আমাদের প্রতি তাঁর উত্তম পরীক্ষার কথা শ্রবণকারী শুনুক। হে আমাদের রব! আমাদের সাথে থাকুন এবং আমাদের প্রতি অনুগ্রহ করুন। আমি জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই।
উৎস:
মুসলিম
#মুসাফির#রাত