[105] সফর থেকে ফিরে আসার পর মসজিদে যাওয়ার ফযীলত
বিভাগ: সফর
كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ بَدَأَ بِالْمَسْجِدِ فَصَلَّى فِيهِ رَكْعَتَيْنِ
উচ্চারণ:
কানান নাবিয়্যু সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামা ইযা ক্বাদিমা মিন সাফারিম বাদাআ বিল মাসজিদি ফাসাল্লা ফীহি রাক'আতাইনি।
অনুবাদ:
নবী (সাঃ) যখন সফর থেকে ফিরে আসতেন, তখন প্রথমে মসজিদে যেতেন এবং সেখানে দুই রাকাত সালাত আদায় করতেন।
উৎস:
বুখারী, মুসলিম
#সফর#মসজিদ