[102] সফরে উঁচু স্থানে উঠলে ও নিচু স্থানে নামলে যা বলবে
বিভাগ: সফর
كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجُيُوشُهُ إِذَا عَلَوْا الثَّنَايَا كَبَّرُوا، وَإِذَا هَبَطُوا سَبَّحُوا
উচ্চারণ:
কানান নাবিয়্যু সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামা ওয়া জুয়ূশুহু ইযা 'আলাওস সানায়া কাব্বারূ, ওয়া ইযা হাবাতূ সাব্বাহূ।
অনুবাদ:
নবী (সাঃ) ও তাঁর সৈন্যরা যখন উঁচু স্থানে উঠতেন তখন তাকবীর বলতেন, আর যখন নিচু স্থানে নামতেন তখন তাসবীহ বলতেন।
উৎস:
আবু দাউদ
#সফর#উঁচু-নিচু