[101] মুসাফিরের জন্য মুকীম বা অবস্থানকারীর দো'আ

বিভাগ: সফর

أَسْتَوْدِعُ اللَّهَ دِينَكَ، وَأَمَانَتَكَ، وَخَوَاتِيمَ عَمَلِكَ

উচ্চারণ:

আসতাওদি'উল্লাহা দীনাকা, ওয়া আমানাতাকা, ওয়া খাওয়াতীমা 'আমালিকা।

অনুবাদ:

আমি আল্লাহর কাছে তোমার দ্বীন, তোমার আমানত এবং তোমার আমলের পরিণতি সোপর্দ করছি।

উৎস:

তিরমিযী, আহমাদ

#মুসাফির#বিদায়