[0] যিকরের ফযীলত
বিভাগ: সকাল - সন্ধ্যা
مَثَلُ الَّذِي يَذْكُرُ رَبَّهُ وَالَّذِي لَا يَذْكُرُ رَبَّهُ مَثَلُ الْحَيِّ وَالْمَيِّتِ
অনুবাদ:
যে ব্যক্তি তার রবকে স্মরণ করে এবং যে ব্যক্তি তার রবকে স্মরণ করে না, তাদের উপমা জীবিত ও মৃতের মত।
উৎস:
বুখারী
#যিকর#ফযীলত