[27] সকাল ও বিকালের যিকরসমূহ
বিভাগ: সকাল - সন্ধ্যা
أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ. رَبِّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذَا الْيَوْمِ وَخَيْرَ مَا بَعْدَهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا فِي هَذَا الْيَوْمِ وَشَرِّ مَا بَعْدَهُ، رَبِّ أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَسُوءِ الْكِبَرِ، رَبِّ أَعُوذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ
অনুবাদ:
আমরা সকালে উপনীত হয়েছি এবং সকল রাজত্ব আল্লাহর জন্য সকালে উপনীত হয়েছে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই। রাজত্ব তাঁরই এবং প্রশংসাও তাঁরই, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। হে আমার রব! আমি আপনার কাছে এই দিনের কল্যাণ এবং এর পরবর্তী সময়ের কল্যাণ চাই। আর আমি আপনার কাছে এই দিনের অনিষ্ট এবং এর পরবর্তী সময়ের অনিষ্ট থেকে আশ্রয় চাই। হে আমার রব! আমি আপনার কাছে অলসতা ও বার্ধক্যের মন্দতা থেকে আশ্রয় চাই। হে আমার রব! আমি আপনার কাছে জাহান্নামের শাস্তি ও কবরের শাস্তি থেকে আশ্রয় চাই।
উৎস:
মুসলিম
#সকাল#বিকাল#যিকর