[216] ইস্তিখারার সালাতের দো'আ

বিভাগ: সালাত

اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ، وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ، فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ، وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ، وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ، اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي، فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي، ثُمَّ بَارِكْ لِي فِيهِ، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي، فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ، وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ، ثُمَّ أَرْضِنِي بِهِ

উচ্চারণ:

আল্লা-হুম্মা ইন্নী আসতাখীরুকা বি'ইলমিকা, ওয়া আসতাক্বদিরুকা বিক্বুদরাতিকা, ওয়া আসআলুকা মিন ফাদ্বলিকাল 'আযীম, ফাইন্নাকা তাক্বদিরু ওয়ালা- আক্বদিরু, ওয়া তা'লামু ওয়ালা- আ'লামু, ওয়া আনতা 'আল্লা-মুল গুয়ূব। আল্লা-হুম্মা ইন কুনতা তা'লামু আন্না হা-যাল আমরা খাইরুল্লী ফী দীনী ওয়া মা'আ-শী ওয়া 'আ-ক্বিবাতি আমরী, ফাক্বদুরহু লী ওয়া ইয়াস্‌সিরহু লী, সুম্মা বা-রিক লী ফীহি, ওয়া ইন কুনতা তা'লামু আন্না হা-যাল আমরা শাররুল্লী ফী দীনী ওয়া মা'আ-শী ওয়া 'আ-ক্বিবাতি আমরী, ফাসরিফহু 'আন্নী ওয়াসরিফনী 'আনহু, ওয়াক্বদুর লিয়াল খাইরা হাইসু কা-না, সুম্মা আরদ্বিনী বিহী।

অনুবাদ:

হে আল্লাহ! আমি আপনার জ্ঞানের মাধ্যমে আপনার কাছে কল্যাণ চাই, আপনার ক্ষমতার মাধ্যমে আপনার কাছে সামর্থ্য চাই এবং আপনার মহান অনুগ্রহ থেকে প্রার্থনা করি। কারণ আপনি সামর্থ্যবান, আমি সামর্থ্যবান নই। আপনি জানেন, আমি জানি না এবং আপনি অদৃশ্য বিষয়ে সর্বজ্ঞ। হে আল্লাহ! আপনি যদি জানেন যে, এই বিষয়টি আমার দ্বীন, জীবিকা ও আমার কাজের পরিণতির জন্য কল্যাণকর, তাহলে আপনি আমার জন্য এটি নির্ধারিত করুন, আমার জন্য এটি সহজ করুন, অতঃপর আমার জন্য এতে বরকত দিন। আর আপনি যদি জানেন যে, এই বিষয়টি আমার দ্বীন, জীবিকা ও আমার কাজের পরিণতির জন্য অকল্যাণকর, তাহলে আপনি এটি আমার থেকে দূরে রাখুন এবং আমাকে এ থেকে দূরে রাখুন, আর আমার জন্য কল্যাণ নির্ধারিত করুন যেখানেই তা থাকুক, অতঃপর আমাকে তাতে সন্তুষ্ট করুন।

উৎস:

বুখারী

#সালাত#ইস্তিখারা