[78] সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় পড়ার দো'আ

বিভাগ: প্রকৃতি

إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَادْعُوا اللَّهَ وَكَبِّرُوا وَصَلُّوا وَتَصَدَّقُوا

উচ্চারণ:

ইন্নাশ শামসা ওয়াল ক্বামারা আ-য়াতা-নি মিন আ-য়া-তিল্লা-হি, লা- ইয়ানকাসিফা-নি লিমাওতি আহাদিন ওয়া লা- লিহায়া-তিহী, ফাইযা- রাআইতুম যা-লিকা ফাদ'উল্লা-হা ওয়া কাব্বিরূ ওয়া সাল্লূ ওয়া তাসাদ্দাক্বূ।

অনুবাদ:

নিশ্চয় সূর্য ও চাঁদ আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে দুটি নিদর্শন। এগুলো কারো মৃত্যু বা জীবনের কারণে গ্রহণ লাগে না। সুতরাং যখন তোমরা তা দেখবে, তখন আল্লাহর কাছে দো'আ কর, তাকবীর বল, সালাত আদায় কর এবং সাদকা কর।

উৎস:

বুখারী, মুসলিম

#গ্রহণ#প্রকৃতি