[77] পানি পান করার সময় দো'আ

বিভাগ: খাদ্য ও পানীয়

الْحَمْدُ لِلَّهِ الَّذِي سَقَانَا عَذْبًا فُرَاتًا بِرَحْمَتِهِ، وَلَمْ يَجْعَلْهُ مِلْحًا أُجَاجًا بِذُنُوبِنَا

উচ্চারণ:

আলহামদু লিল্লা-হিল্লাযী সাক্বা-না- 'আযবান ফুরা-তাম বিরাহমাতিহী, ওয়া লাম ইয়াজ'আলহু মিলহান উজা-জাম বিযুনূবিনা-।

অনুবাদ:

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে তাঁর রহমতে মিষ্টি ও সুপেয় পানি পান করিয়েছেন এবং আমাদের পাপের কারণে তা লোনা ও তিক্ত করেননি।

উৎস:

তাবারানী

#পানীয়#পানি