[68] ইফতারের সময় রোযাদারের দো'আ
বিভাগ: রামাদান - সিয়াম
ذَهَبَ الظَّمَأُ، وَابْتَلَّتِ الْعُرُوقُ، وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ
উচ্চারণ:
যাহাবায যামাউ, ওয়াবতাল্লাতিল 'উরূক্বু, ওয়া সাবাতাল আজরু ইন শা-আল্লা-হ।
অনুবাদ:
পিপাসা দূর হয়েছে, শিরাগুলো সিক্ত হয়েছে এবং আল্লাহ চাইলে সাওয়াব নিশ্চিত হয়েছে।
উৎস:
আবু দাউদ
#রোযা#ইফতার