[119] আরাফাতের দিনে দো'আ

বিভাগ: রামাদান - সিয়াম

خَيْرُ الدُّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ، وَخَيْرُ مَا قُلْتُ أَنَا وَالنَّبِيُّونَ مِنْ قَبْلِي: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ:

খাইরুদ দু'আ-ই দু'আ-উ ইয়াওমি 'আরাফাহ, ওয়া খাইরু মা- ক্বুলতু আনা ওয়ান নাবিয়্যূনা মিন ক্বাবলী: লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা- শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া 'আলা- কুল্লি শাইইন ক্বাদীর।

অনুবাদ:

সর্বোত্তম দো'আ হল আরাফার দিনের দো'আ, আর আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যা বলেছি তার মধ্যে সর্বোত্তম হল: 'লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া 'আলা কুল্লি শাইয়িন ক্বাদীর' (আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই, রাজত্ব তাঁরই এবং প্রশংসাও তাঁরই, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান)।

উৎস:

তিরমিযী

#আরাফাত#হজ্জ