[48] যা দ্বারা শিশুদের জন্য আশ্রয় প্রার্থনা করা হয়

বিভাগ: পরিবার

أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ

অনুবাদ:

আমি তোমাদের উভয়কে আল্লাহর পরিপূর্ণ কালিমাসমূহের মাধ্যমে প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক ক্ষতিকর চোখ থেকে আশ্রয় দিচ্ছি।

উৎস:

বুখারী

#শিশু#আশ্রয়