[47] সন্তান লাভকারীকে অভিনন্দন ও তার জবাব
বিভাগ: পরিবার
بَارَكَ اللَّهُ لَكَ فِي الْمَوْهُوبِ لَكَ، وَشَكَرْتَ الْوَاهِبَ، وَبَلَغَ أَشُدَّهُ، وَرُزِقْتَ بِرَّهُ وَالرَّدُّ أَنْ يَقُولَ: بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ، وَجَزَاكَ اللَّهُ خَيْرًا، وَرَزَقَكَ اللَّهُ مِثْلَهُ، وَأَجْزَلَ ثَوَابَكَ
অনুবাদ:
আল্লাহ আপনাকে যা দান করেছেন তাতে আপনার জন্য বরকত দান করুন, আপনি দাতার শুকরিয়া আদায় করুন, সে যেন পূর্ণ বয়সে পৌঁছে এবং আপনি যেন তার সদাচরণ লাভ করেন। জবাবে বলবে: আল্লাহ আপনার জন্য বরকত দান করুন এবং আপনার উপর বরকত বর্ষণ করুন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন, আল্লাহ আপনাকেও অনুরূপ দান করুন এবং আপনার প্রতিদান বাড়িয়ে দিন।
উৎস:
নাওয়াবী, আল-আযকার
#সন্তান#অভিনন্দন