[39] শত্রুর বিরুদ্ধে দো'আ
বিভাগ: আশ্রয় প্রার্থনা
اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ، سَرِيعَ الْحِسَابِ، اهْزِمِ الْأَحْزَابَ، اللَّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ
উচ্চারণ:
আল্লা-হুম্মা মুনযিলাল কিতা-বি, সারী'আল হিসা-বি, ইহযিমিল আহযা-ব, আল্লা-হুম্মাহযিমহুম ওয়া যালযিলহুম।
অনুবাদ:
হে আল্লাহ! কিতাব নাযিলকারী, দ্রুত হিসাব গ্রহণকারী, (শত্রু) দলগুলোকে পরাজিত করুন। হে আল্লাহ! তাদেরকে পরাজিত করুন এবং তাদেরকে প্রকম্পিত করুন।
উৎস:
মুসলিম
#শত্রু#পরাজয়