[38] শাসকের অত্যাচার থেকে ভীত হলে পড়ার দো'আ

বিভাগ: আশ্রয় প্রার্থনা

اللَّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ السَّبْعِ، وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ، كُنْ لِي جَارًا مِنْ فُلَانِ بْنِ فُلَانٍ، وَأَحْزَابِهِ مِنْ خَلَائِقِكَ، أَنْ يَفْرُطَ عَلَيَّ أَحَدٌ مِنْهُمْ أَوْ يَطْغَى، عَزَّ جَارُكَ، وَجَلَّ ثَنَاؤُكَ، وَلَا إِلَهَ إِلَّا أَنْتَ

উচ্চারণ:

আল্লা-হুম্মা রব্বাস সামা-ওয়া-তিস সাব'ই, ওয়া রব্বাল 'আরশিল 'আযীম, কুন লী জা-রাম মিন ফুলা-নিবনি ফুলা-ন, ওয়া আহযা-বিহী মিন খালা-ইক্বিকা, আইঁ ইয়াফরুত্বা 'আলাইয়্যা আহাদুম মিনহুম আও ইয়াত্বগা-, 'আয্যা জা-রুকা, ওয়া জাল্লা সানা-উকা, ওয়া লা- ইলা-হা ইল্লা- আনতা।

অনুবাদ:

হে আল্লাহ! সাত আসমানের রব এবং মহান আরশের রব! আপনি আমার জন্য অমুকের পুত্র অমুক (শাসকের নাম) এবং আপনার সৃষ্টির মধ্য থেকে তার দলবল থেকে রক্ষাকারী হোন, যাতে তাদের কেউ আমার উপর বাড়াবাড়ি না করে বা সীমালঙ্ঘন না করে। আপনার আশ্রয় সম্মানিত, আপনার প্রশংসা মহান এবং আপনি ছাড়া কোন ইলাহ নেই।

উৎস:

বুখারী, আল-আদাবুল মুফরাদ

#শাসক#অত্যাচার#আশ্রয়