[34] ঘুমানোর আগে বিছানায় যাওয়ার দো'আ
বিভাগ: ঘুম
بِاسْمِكَ رَبِّي وَضَعْتُ جَنْبِي، وَبِكَ أَرْفَعُهُ، فَإِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا، وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا، بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ
উচ্চারণ:
বিসমিকা রব্বী ওয়াদ্বা'তু জাম্বী, ওয়া বিকা আরফা'উহু, ফাইন আমসাকতা নাফসী ফারহামহা-, ওয়া ইন আরসালতাহা- ফাহফাযহা-, বিমা- তাহফাযু বিহী 'ইবা-দাকাস সা-লিহীন।
অনুবাদ:
হে আমার রব! আপনার নামে আমি আমার পার্শ্ব রাখলাম এবং আপনারই সাহায্যে তা উঠাব। যদি আপনি আমার আত্মা ধরে রাখেন (মৃত্যু দেন), তবে তার প্রতি দয়া করুন, আর যদি আপনি তাকে ফিরিয়ে দেন (জীবিত রাখেন), তবে তাকে এমনভাবে হেফাযত করুন যেভাবে আপনি আপনার নেক বান্দাদের হেফাযত করেন।
উৎস:
বুখারী, মুসলিম
#ঘুম#বিছানা