[33] ঘুমানোর আগে সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ার ফযীলত

বিভাগ: ঘুম

كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ كُلَّ لَيْلَةٍ جَمَعَ كَفَّيْهِ ثُمَّ نَفَثَ فِيهِمَا فَقَرَأَ فِيهِمَا: قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ وَقُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ وَقُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ، ثُمَّ يَمْسَحُ بِهِمَا مَا اسْتَطَاعَ مِنْ جَسَدِهِ، يَبْدَأُ بِهِمَا عَلَى رَأْسِهِ وَوَجْهِهِ وَمَا أَقْبَلَ مِنْ جَسَدِهِ، يَفْعَلُ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ

উচ্চারণ:

কা-নান নাবিয়্যু সাল্লাল্লা-হু 'আলাইহি ওয়া সাল্লামা ইযা- আওয়া- ইলা- ফিরা-শিহী কুল্লা লাইলাতিন জামা'আ কাফ্‌ফাইহি সুম্মা নাফাসা ফীহিমা- ফাক্বারাআ ফীহিমা-: ক্বুল হুওয়াল্লা-হু আহাদ ওয়া ক্বুল আ'ঊযু বিরাব্বিল ফালাক্ব ওয়া ক্বুল আ'ঊযু বিরাব্বিন না-স, সুম্মা ইয়ামসাহু বিহিমা- মাসতাত্বা-'আ মিন জাসাদিহী, ইয়াবদাউ বিহিমা- 'আলা- রা'সিহী ওয়া ওয়াজহিহী ওয়া মা- আক্ববালা মিন জাসাদিহী, ইয়াফ'আলু যা-লিকা সালা-সা মাররা-ত।

অনুবাদ:

নবী (সাঃ) প্রতি রাতে যখন বিছানায় যেতেন, তখন তিনি তাঁর দুই হাতের তালু একত্রিত করতেন, তারপর তাতে ফুঁ দিতেন এবং তাতে পড়তেন: সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস। তারপর তিনি তাঁর শরীরের যতটুকু সম্ভব তা দিয়ে মুছে নিতেন, তাঁর মাথা, মুখ এবং শরীরের সামনের অংশ থেকে শুরু করে। তিনি এটি তিনবার করতেন।

উৎস:

বুখারী

#ঘুম#কুরআন