[205] পাপাচারী ও যালিম সম্প্রদায়ের বিরুদ্ধে আল্লাহর কাছে সাহায্য চাওয়া [৬০:৪]
বিভাগ: কুরআনের দোয়া
رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
উচ্চারণ:
রব্বানা- 'আলাইকা তাওয়াক্কালনা- ওয়া ইলাইকা আনাবনা- ওয়া ইলাইকাল মাসীর।
অনুবাদ:
হে আমাদের রব! আমরা আপনার উপরই ভরসা করি, আপনার দিকেই প্রত্যাবর্তন করি এবং প্রত্যাবর্তনস্থল আপনার কাছেই।
উৎস:
সূরা মুমতাহিনা ৬০:৪
#কুরআন#ভরসা