[204] তাওবা - ক্ষমা চাওয়ার দোয়া [৫৯:১০]
বিভাগ: কুরআনের দোয়া
رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ
উচ্চারণ:
রব্বানাগফির লানা- ওয়া লিইখওয়া-নিনাল্লাযীনা সাবাক্বূনা- বিল ঈমা-নি ওয়া লা- তাজ'আল ফী ক্বুলূবিনা- গিল্লাল লিল্লাযীনা আ-মানূ রব্বানা- ইন্নাকা রাঊফুর রাহীম।
অনুবাদ:
হে আমাদের রব! আমাদেরকে এবং ঈমানে অগ্রগামী আমাদের ভাইদেরকে ক্ষমা করুন, আর মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোন বিদ্বেষ রাখবেন না। হে আমাদের রব! নিশ্চয় আপনি দয়াবান, পরম দয়ালু।
উৎস:
সূরা হাশর ৫৯:১০
#কুরআন#ক্ষমা