[171] সুসন্তান লাভের জন্য যাকারিয়া (আঃ) এর দো'আ [১৯:৪-৬]

বিভাগ: পরিবার

رَبِّ إِنِّي وَهَنَ الْعَظْمُ مِنِّي وَاشْتَعَلَ الرَّأْسُ شَيْبًا وَلَمْ أَكُن بِدُعَائِكَ رَبِّ شَقِيًّا وَإِنِّي خِفْتُ الْمَوَالِيَ مِن وَرَائِي وَكَانَتِ امْرَأَتِي عَاقِرًا فَهَبْ لِي مِن لَّدُنكَ وَلِيًّا يَرِثُنِي وَيَرِثُ مِنْ آلِ يَعْقُوبَ ۖ وَاجْعَلْهُ رَبِّ رَضِيًّا

অনুবাদ:

হে আমার রব! আমার অস্থি দুর্বল হয়ে গেছে এবং বার্ধক্যজনিত সাদা চুলে মাথা উজ্জ্বল হয়ে উঠেছে। হে আমার রব! আপনার কাছে দো'আ করে আমি কখনো বঞ্চিত হইনি। আমি আমার পরে আমার আত্মীয়দের ব্যাপারে শঙ্কিত এবং আমার স্ত্রী বন্ধ্যা। অতএব, আপনার পক্ষ থেকে আমাকে এমন একজন উত্তরাধিকারী দান করুন, যে আমার উত্তরাধিকারী হবে এবং ইয়াকুবের বংশের উত্তরাধিকারী হবে। হে আমার রব! আর তাকে সন্তোষভাজন করুন।

উৎস:

সূরা মারইয়াম ১৯:৪-৬

#সন্তান#কুরআন