[106] আনন্দদায়ক অথবা অপছন্দনীয় কিছুর সম্মুখীন হলে যা বলবে
বিভাগ: সামাজিক
كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَاهُ الْأَمْرُ يَسُرُّهُ قَالَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ وَإِذَا أَتَاهُ الْأَمْرُ يَكْرَهُهُ قَالَ: الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ
অনুবাদ:
নবী (সাঃ) যখন কোন আনন্দদায়ক বিষয় দেখতেন, তখন বলতেন: 'আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহী তাতিম্মুস সালিহাত' (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যাঁর নিয়ামতের মাধ্যমে সৎকর্মগুলো পূর্ণতা পায়)। আর যখন তিনি কোন অপছন্দনীয় বিষয় দেখতেন, তখন বলতেন: 'আলহামদুলিল্লাহি 'আলা কুল্লি হাল' (সব অবস্থায় আল্লাহর জন্য সমস্ত প্রশংসা)।
উৎস:
হাকিম, ইবনে মাজাহ
#আনন্দ#অপছন্দ