[130] তাসবীহ, তাহমীদ, তাহলীল ও তাকবীর-এর ফযীলত
বিভাগ: সকাল - সন্ধ্যা
مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ، حُطَّتْ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ
অনুবাদ:
যে ব্যক্তি দিনে একশতবার 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি' (আল্লাহ পবিত্র এবং সমস্ত প্রশংসা তাঁরই) বলে, তার পাপসমূহ মুছে ফেলা হয়, যদিও তা সমুদ্রের ফেনার মত হয়।
উৎস:
বুখারী, মুসলিম
#তাসবীহ#যিকর