[111] সন্ধ্যায় উপনীত হলে করণীয়
বিভাগ: সকাল - সন্ধ্যা
إِذَا كَانَ جُنْحُ اللَّيْلِ -أَوْ أَمْسَيْتُمْ- فَكُفُّوا صِبْيَانَكُمْ، فَإِنَّ الشَّيَاطِينَ تَنْتَشِرُ حِينَئِذٍ، فَإِذَا ذَهَبَ سَاعَةٌ مِنَ اللَّيْلِ فَخَلُّوهُمْ، وَأَغْلِقُوا الْأَبْوَابَ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ، فَإِنَّ الشَّيْطَانَ لَا يَفْتَحُ بَابًا مُغْلَقًا
অনুবাদ:
যখন রাত্রি নেমে আসে - বা তোমরা সন্ধ্যায় উপনীত হও - তখন তোমাদের শিশুদেরকে (বাইরে যাওয়া থেকে) আটকে রাখ, কারণ তখন শয়তানরা ছড়িয়ে পড়ে। যখন রাতের একটি সময় অতিবাহিত হয়ে যায়, তখন তাদেরকে (বাইরে যেতে) ছেড়ে দাও। আর দরজাগুলো বন্ধ কর এবং আল্লাহর নাম নাও (বিসমিল্লাহ বল), কারণ শয়তান বন্ধ দরজা খুলতে পারে না।
উৎস:
বুখারী, মুসলিম
#সন্ধ্যা#রাত