[118] সর্পদংশন ও বিচ্ছু দংশনের জন্য রুকইয়াহ

বিভাগ: রুকইয়াহ

بِسْمِ اللَّهِ، اللَّهُمَّ اشْفِ عَبْدَكَ، وَصَدِّقْ رَسُولَكَ

উচ্চারণ:

বিসমিল্লা-হি, আল্লা-হুম্মাশফি 'আবদাকা, ওয়া সাদ্দিক্ব রাসূলাকা।

অনুবাদ:

আল্লাহর নামে, হে আল্লাহ! আপনার বান্দাকে আরোগ্য দান করুন এবং আপনার রাসূলকে সত্যায়িত করুন।

উৎস:

তিরমিযী

#রুকইয়াহ#দংশন