[114] শরীরে কোনো ব্যথা অনুভব করলে যা করবে ও বলবে

বিভাগ: রুকইয়াহ

بِسْمِ اللَّهِ (৩ বার) أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ (৭ বার)

উচ্চারণ:

বিসমিল্লা-হ (৩ বার)। আ'ঊযু বিল্লা-হি ওয়া ক্বুদরাতিহী মিন শাররি মা- আজিদু ওয়া উহা-যিরু (৭ বার)।

অনুবাদ:

আল্লাহর নামে (৩ বার)। আমি আল্লাহর কাছে এবং তাঁর ক্ষমতার কাছে আশ্রয় চাই, যে ব্যথা আমি অনুভব করছি এবং যা থেকে আমি ভয় পাই তার অনিষ্ট থেকে (৭ বার)।

উৎস:

মুসলিম

#রুকইয়াহ#ব্যথা