[113] বিপাত্ত দর্শন-এর দু'আ

বিভাগ: রুকইয়াহ

الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلَاكَ بِهِ، وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلًا

উচ্চারণ:

আলহামদু লিল্লা-হিল্লাযী 'আ-ফা-নী মিম্মাবতালা-কা বিহী, ওয়া ফাদ্বদ্বালানী 'আলা- কাসীরিম মিম্মান খালাক্বা তাফদ্বীলা-।

অনুবাদ:

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে সেই বিপদ থেকে মুক্ত রেখেছেন যা দিয়ে তিনি আপনাকে পরীক্ষা করেছেন, এবং তিনি আমাকে তাঁর অনেক সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন।

উৎস:

তিরমিযী

#রুকইয়াহ#বিপদ