[80] বিবাহিত ব্যক্তির দো'আ এবং বাহন ক্রয়ের পর দো'আ

বিভাগ: পরিবার

إِذَا تَزَوَّجَ أَحَدُكُمُ امْرَأَةً، أَوِ اشْتَرَى خَادِمًا فَلْيَقُلْ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَإِذَا اشْتَرَى بَعِيرًا فَلْيَأْخُذْ بِذِرْوَةِ سَنَامِهِ وَلْيَقُلْ مِثْلَ ذَلِكَ

অনুবাদ:

তোমাদের কেউ যখন কোন নারীকে বিবাহ করে অথবা কোন খাদেম (দাস-দাসী) ক্রয় করে, তখন সে যেন বলে: 'হে আল্লাহ! আমি আপনার কাছে এর কল্যাণ এবং আপনি এর মধ্যে যে স্বভাব সৃষ্টি করেছেন তার কল্যাণ চাই। আর আমি আপনার কাছে এর অনিষ্ট এবং আপনি এর মধ্যে যে স্বভাব সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আশ্রয় চাই'। আর যখন উট ক্রয় করে, তখন যেন তার কুঁজের উপরের অংশ ধরে অনুরূপ বলে।

উৎস:

আবু দাউদ, ইবনে মাজাহ

#বিবাহ#ক্রয়