[74] যখন খাবার উপস্থিত হয় এবং রোযাদার ইফতার না করে
বিভাগ: খাদ্য ও পানীয়
إِذَا دُعِيَ أَحَدُكُمْ فَلْيُجِبْ، فَإِنْ كَانَ صَائِمًا فَلْيُصَلِّ، وَإِنْ كَانَ مُفْطِرًا فَلْيَطْعَمْ
উচ্চারণ:
ইযা- দু'ইয়া আহাদুকুম ফালইয়ুজিব, ফাইন কা-না সা-ইমান ফালইয়ুসাল্লি, ওয়া ইন কা-না মুফত্বিরান ফালইয়াত'আম।
অনুবাদ:
যখন তোমাদের কাউকে দাওয়াত দেওয়া হয়, তখন সে যেন তা গ্রহণ করে। যদি সে রোযাদার হয়, তবে সে যেন (মেজবানের জন্য) দো'আ করে, আর যদি রোযাদার না হয়, তবে সে যেন খাবার খায়।
উৎস:
মুসলিম
#খাদ্য#রোযা