[66] অতিবৃষ্টি বন্ধের জন্য কিছু দো'আ
বিভাগ: প্রকৃতি
اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الْآكَامِ وَالظِّرَابِ، وَبُطُونِ الْأَوْدِيَةِ، وَمَنَابِتِ الشَّجَرِ
উচ্চারণ:
আল্লা-হুম্মা হাওয়া-লাইনা- ওয়া লা- 'আলাইনা-, আল্লা-হুম্মা 'আলাল আ-কা-মি ওয়াজ্জিরা-বি, ওয়া বুত্বূনিল আওদিয়াতি, ওয়া মানা-বিতিশ শাজার।
অনুবাদ:
হে আল্লাহ! আমাদের চারপাশে বর্ষণ করুন, আমাদের উপর নয়। হে আল্লাহ! টিলাগুলোতে, পাহাড়গুলোতে, উপত্যকাগুলোর মধ্যভাগে এবং বৃক্ষরাজির উৎপত্তিস্থলে বর্ষণ করুন।
উৎস:
বুখারী, মুসলিম
#বৃষ্টি#প্রকৃতি