[62] মেঘের গর্জন শুনলে পড়ার দো'আ
বিভাগ: প্রকৃতি
اللَّهُمَّ لَا تَقْتُلْنَا بِغَضَبِكَ، وَلَا تُهْلِكْنَا بِعَذَابِكَ، وَعَافِنَا قَبْلَ ذَلِكَ
উচ্চারণ:
আল্লা-হুম্মা লা- তাক্বতুলনা- বিগাদ্বাবিকা, ওয়া লা- তুহলিকনা- বি'আযা-বিকা, ওয়া 'আ-ফিনা- ক্বাবলা যা-লিক।
অনুবাদ:
হে আল্লাহ! আপনার ক্রোধে আমাদেরকে হত্যা করবেন না, আপনার শাস্তি দ্বারা আমাদেরকে ধ্বংস করবেন না এবং এর পূর্বে আমাদেরকে নিরাপত্তা দিন।
উৎস:
তিরমিযী, আল-আদাবুল মুফরাদ
#মেঘ#প্রকৃতি