[41] বিপদ-আপদ থেকে আশ্রয় চাওয়ার দো'আ

বিভাগ: আশ্রয় প্রার্থনা

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ

উচ্চারণ:

আল্লা-হুম্মা ইন্নী আ'ঊযু বিকা মিন জাহদিল বালা-ই, ওয়া দারাকিশ শাক্বা-ই, ওয়া সূইল ক্বাদ্বা-ই, ওয়া শামা-তাতিল আ'দা-ই।

অনুবাদ:

হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই কঠিন বিপদ থেকে, দুর্ভাগ্যের নাগাল থেকে, মন্দ ফয়সালা থেকে এবং শত্রুদের আনন্দ থেকে।

উৎস:

বুখারী, মুসলিম

#বিপদ#আশ্রয়