[3] নতুন কাপড় পরিধানের দো'আ
বিভাগ: কাপড় পরিধান
اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ، أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ وَخَيْرِ مَا صُنِعَ لَهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ
অনুবাদ:
হে আল্লাহ! সমস্ত প্রশংসা আপনারই জন্য, আপনিই আমাকে এটি পরিধান করিয়েছেন। আমি আপনার কাছে এর কল্যাণ এবং এটি যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তার কল্যাণ চাই। আর আমি আপনার কাছে এর অনিষ্ট এবং এটি যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তার অনিষ্ট থেকে আশ্রয় চাই।
উৎস:
আবু দাউদ, তিরমিযী
#কাপড়#নতুন