[23] সালাতের শেষে সালাম ফেরানোর পূর্বে দো'আ

বিভাগ: সালাত

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ

উচ্চারণ:

আল্লা-হুম্মা ইন্নী আ'ঊযু বিকা মিন 'আযা-বি জাহান্নাম, ওয়া মিন 'আযা-বিল ক্বাবর, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামা-ত, ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ্ দাজ্জা-ল।

অনুবাদ:

হে আল্লাহ! আমি আপনার কাছে জাহান্নামের শাস্তি থেকে, কবরের শাস্তি থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং মাসীহ দাজ্জালের ফিতনার অনিষ্ট থেকে আশ্রয় চাই।

উৎস:

বুখারী, মুসলিম

#সালাত#শেষ