[207] ফিরআউন ও তার যালিম সম্প্রদায় হতে আশ্রয় এবং জান্নাতে বাড়ী নির্মাণ করার প্রার্থনা [৬৬:১১]

বিভাগ: কুরআনের দোয়া

رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِن فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ

উচ্চারণ:

রব্বিবনি লী 'ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনী মিন ফির'আউনা ওয়া 'আমালিহী ওয়া নাজ্জিনী মিনাল ক্বাউমিয যা-লিমীন।

অনুবাদ:

হে আমার রব! আমার জন্য আপনার কাছে জান্নাতে একটি ঘর নির্মাণ করুন এবং আমাকে ফিরআউন ও তার কর্ম থেকে নাজাত দিন, আর আমাকে যালিম সম্প্রদায় থেকে নাজাত দিন।

উৎস:

সূরা তাহরীম ৬৬:১১

#কুরআন#জান্নাত#নাজাত